ভর্তির যাবতীয় তথ্য
(শিক্ষাবর্ষ: ১৪৪৪-৪৫ হি. মোতাবেক ২০২৩-২৪ ইং)
১) ভর্তির সময় যা লাগবে।
ক. ভর্তির সময় ছাত্রের জন্মসনদ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ১ কপি ছবি।
খ. মাতা-পিতা অথবা আইনি অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
গ. নতুন ছাত্রের জন্য এবং ছোট ছাত্রের জন্য অভিভাবকের উপস্থিতি আবশ্যক।
ঘ. তাবলিগি বেডিং, কাঁথা ও বালিশ। (তোষক ব্যবহারের অনুমতি নেই)
ঙ. পূর্বের মাদরাসার তাসদিকনামা/ সনদ/ ছাড়পত্র (হলে ভালো)
চ. তালিমি মুরুব্বির নাম, ঠিকানা ও ভর্তি বিষয়ে সুপারিশ/ অনুমোদনপত্র।
২) ভর্তির খরচ ও মাসিক খরচ (কিতাব বিভাগের ছাত্র)
বাবদ
|
নতুন
|
পুরাতন
|
ভর্তি ফরম
|
১০০
|
১০০
|
ভর্তি ফি
|
৩,৫০০
|
৩০০০
|
সার্ভিস ফি (এককালীন) ও আইডি কার্ড
|
৫০০
|
৫০০
|
বক্স ফি
|
৬০০
|
৪০০
|
ভর্তি খরচ সর্বমোট
|
৪৭০০
|
৪০০০
|
তিনবেলা খাবার ও আবাসন ফি (বিকালের নাশতা ৭০০)
|
২৪০০
|
২৪০০
|
শিক্ষা ফি ও সার্ভিস ফি (বাধ্যতামূলক)
|
১৬০০
|
১৬০০
|
প্রতি মাসের প্রদেয় মোট (অনাবাসিক হলে ২৭০০)
|
৪০০০
|
৪০০০
|
৩) ভর্তির খরচ ও মাসিক খরচ (হিফজ/নুরানি/নাজেরা বিভাগ)
বাবদ
|
নতুন
|
পুরাতন
|
ভর্তি ফরম
|
১০০
|
১০০
|
ভর্তি ফি
|
৩,৫০০
|
৩০০০
|
সার্ভি ফি (এককালীন) ও আইডি কার্ড
|
৫০০
|
৫০০
|
বক্স ফি
|
৬০০
|
৪০০
|
ভর্তি খরচ সর্বমোট
|
৪,৭০০
|
৪০০০
|
তিনবেলা খাবার ও আবাসন ফি
|
২,৪০০
|
২,৪০০
|
বিকালের নাশতা
|
৭০০
|
৭০০
|
শিক্ষা ফি ও সার্ভিস ফি (বাধ্যতামূলক)
|
১,৬০০
|
১,৬০০
|
প্রতি মাসের প্রদেয় (অনাবাসিক ২৭০০)
|
৪,৭০০
|
৪,৭০০
|
বি: দ্র:
ক) প্রতি ইংরেজি মাসের ১ম সপ্তাহে চলতি মাসের যাবতীয় প্রদেয় পরিশোধ করা আবশ্যক।
খ) ভর্তির পর প্রথম মাসের মাসিক প্রদেয় পরিশোধ পূর্বক বোর্ডিংয়ের খাবার চালু করতে হবে।
গ) রমজান মাসের প্রদেয় বছরের শুরুতে/ বছরের মাঝে যে কোন সময় পরিশোধ আবশ্যক।
ঘ) ৭ দিনের বেশি ছুটি বা অনুপস্থিতির ক্ষেত্রে শুধু খাবার ফি (ফুল প্রদান সাপেক্ষে) থেকে কর্তন করা হয় কিন্তু অন্যান্য ফি কর্তন করা হয় না।
ভর্তি পরীক্ষা বা ভর্তি যোগ্যতা
১) কিতাব বিভাগ ১ম বর্ষে ভর্তি যোগ্যতা
ক) হাফেজ হলে হিফজুল কুরআন পরীক্ষা দিতে হবে।
খ) গাইরে হাফেজকে নাজেরা পরীক্ষা দিতে হবে।
গ) ৪র্থ শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
ঘ) বয়স ১১-১৪ এর মধ্যে হতে হবে।
ঙ) জামা-কাপড়, চুল-দাড়ি সুন্নত মোতাবেক হতে হবে।
চ) এছাড়াও প্রত্যেক ছাত্রকে ভর্তির পূর্বে নিজের সম্পর্কে বিস্তারিত বলতে হবে এবং পরীক্ষক তার সকল তথ্য যাচাই করবেন।
২) কিতাব বিভাগ (২য় বর্ষ থেকে জালালাইন)
ক) যেই জামাতে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্বের জামাতের সকল কিতাবের পরীক্ষা অথবা মৌলিক কিতাবগুলোর লিখিত অথবা মৌখিক পরীক্ষা দিতে হবে।
৩) নুরানি-নাজেরা-হিফজ বিভাগে ভর্তি পরীক্ষা বা ভর্তি যোগ্যতা:
ক) সবকি বা খতমি ছাত্রকে পঠিত পারার পরীক্ষা দিতে হবে।
খ) আমল-আখলাক ও পূর্বের মাদরাসার রিপোর্ট ভালো হতে হবে।
গ) তাজবিদ ও মাখরাজের পরীক্ষা দিতে হবে।
ঘ) হিফজ বিভাগে বয়স ১৪ এর বেশি হতে পারবে না।
ঙ) নুরানি-নাজেরার জন্য ৮ বছরের নিচে হতে হবে।
৪) অ্যারাবিক কিন্ডারগার্টেনে ভর্তি পরীক্ষা বা ভর্তি যোগ্যতা
ভর্তির সময় ও দিন তারিখ
১) পুরাতন ছাত্রদের ভর্তি নবায়ন :
বার্ষিক পরীক্ষার পরের দিন অথবা ১-২৫ রমজান। (সরাসরি অথবা অনলাইনে)
২) নতুন ছাত্রদের ভর্তির সময়:
ক) ভর্তির আবেদন ফরম বিতরণ: ২০ এ শাবান থেকে ২৫ এ রমজান (শবে বরাতের পাঁচদিন পর থেকে ২৫ রমজান পর্যন্ত) ।
খ) ৬ ই শাওয়াল (ঈদুল ফিতরের পাঁচদিন পর ) ফরম জমা, সাক্ষাৎকার ও ভর্তি পরিক্ষা।
গ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ৭ ই শাওয়াল দুপুর ১২ টা ( ঈদুল ফিতরের ছয়দিন পর )
(ক্লাস শুরুর তারিখসহ সারা বছরের অন্যান্য বিস্তারিত কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডারে দেখুন)
অ্যারাবিক কিন্ডার গার্টেন
তালিমুদ্দীন