Loading...

নুরানি বিভাগ

Noorani

বর্তমান বাংলাদেশের প্রচলিত নুরানি সিলেবাস তিন থেকে পাঁচ বছর মেয়াদি। এক সময় নুরানি সিলেবাস এক থেকে দুই বছর মেয়াদি ছিল। সাধারণ শিক্ষার অন্তর্ভুক্তির স্বার্থে সময় দুই থেকে তিন বছর বৃদ্ধি করা হয়েছে। ফলে একদিকে শিক্ষার্থীদের বয়স বৃদ্ধি পায় অপরদিকে তারা হিফজ বিভাগের অনুপযুক্ত হয়ে পড়ে।

এমন প্রেক্ষাপটে, আমরা নুরানী সিলেবাসকে এমন ভাবে পরিমার্জন করেছি, যাতে একজন শিক্ষার্থী ১২ থেকে ১৮ মাসের মধ্যে নূরানী সিলেবাস শেষ করে হিফজ বিভাগের উপযুক্ত হয়ে যায়। শিক্ষার্থীদের সময়, মেধা, পরিশ্রম ও অর্থের অপচয় রোধ হয় এবং সহজে নূরানী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হয়।

আমাদের পরিমার্জিত এই নূরানী সিলেবাস কোমলমতি শিক্ষার্থীকে স্বল্প সময়ে ও স্বল্প মেহনতে হেফজ বিভাগের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। আলহামদুলিল্লাহ।

Contact Information

যে কোন স্থান থেকে ফার্মগেট নেমে হলিক্রস স্কুলের সামনে থেকে রিকশা বা অটো দিয়ে শাহিনবাগ ৬ নং গলি, অথবা নাবিস্কো/মহাখালী থেকে রিকশযোগে ২৭২/২ নাখালপাড়া, রেলগেইট সংলগ্ন মাদরাসা উমর আল ইসলামিয়া,তেজগাঁও, ঢাকা ১২১৫।

Holding:272/2, yobokalyan goli, railgate, W Nakhalpara Rd, Dhaka 1215

01861394156

[email protected]