বয়স্ক ও কর্মব্যস্তদের জন্য তালিমুদ্দিন একাডেমি
Talimuddin
তালিমুদ্দিন একাডেমি। (বয়স্ক ও কর্মব্যস্তদের জন্য দৈনিক ১ ঘণ্টা কুরআন শিক্ষা বিভাগ)
যাঁদের জন্যঃ
* সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত ও বয়স্ক মুরব্বিগণ
* মেহনতি দিন মজুর ও সাধারণ শ্রমিকবৃন্দ
* কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ
* স্কুলগামী শিশু-কিশোর।
শিফটসমূহ
সাধারণত ৬০ থেকে ৯০ মিনিট করে দিনের বিভিন্ন সময়ে কয়েকটি শিফটে তালীমুদ্দীন একাডেমির পরিচালিত হয়ে থাকে। যেমন,
প্রথম শিফট : ফজর নামাযের পর দেড় ঘণ্টা
দ্বিতীয় শিফট : আসর নামাযের আগে দেড় ঘণ্টা
তৃতীয় শিফট : মাগরিব নামাযের পর থেকে ইশার নমায পর্যন্ত।
চতুর্থ শিফট : ইশা নামাযের পর দেড় ঘণ্টা।
বছরের যেকোনো কর্ম দিনে ভর্তি হওয়া যায়।
ভর্তির নিয়মাবলী
তালীমুদ্দীন একাডেমির দফতর থেকে নির্ধারিত ফরম পূরণ করে যেকোনো কর্মদিবসে ভর্তি হওয়া যায়। সপ্তাহে ছয় দিন যেকোনো একটি নির্ধারিত শিফটে অংশগ্রহণ করতে হয়।
আল্লাহ তাআলা বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানকে তাঁর কালাম কুরআন মাজীদ সহীহ-শুদ্ধভাবে পড়ার এবং ইসলামকে সঠিকভাবে জেনে সত্যিকার মানবরূপে প্রতিষ্ঠিত হওয়ার তাওফীক দান করুন। আমীন।
Contact Information
যে কোন স্থান থেকে ফার্মগেট নেমে হলিক্রস স্কুলের সামনে থেকে রিকশা বা অটো দিয়ে শাহিনবাগ ৬ নং গলি, অথবা নাবিস্কো/মহাখালী থেকে রিকশযোগে ২৭২/২ নাখালপাড়া, রেলগেইট সংলগ্ন মাদরাসা উমর আল ইসলামিয়া,তেজগাঁও, ঢাকা ১২১৫।
Holding:272/2, yobokalyan goli, railgate, W Nakhalpara Rd, Dhaka 1215