🙃notice.title
Sunt dolorem dolorum
Voluptatem doloremq

Posted on: 02/07/2025, 12:00 AM

Madrasa Umar

আমাদের সম্পর্কে

"চৌদ্দশ বছরের আমরা এক কাফেলা

ইলমের ঈমানের আমরা এক কাফেলা"

মোঘল বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহ. এর সময়কালে প্রণীত দরসে নেজামি পরবর্তী ইংরেজ আমলে মুখ থুবড়ে পড়ে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলে দরসে নিজামি পুনরায় ভারত উপমহাদেশে স্বগৌরবে মাথা উঁচু করে দাড়ায়। দরসে নেজামির পরিমার্জিত সংস্করণ মাদানি নেসাব। বিংশ শতকের শ্রেষ্ঠ শিক্ষা সংস্কারক আবু তাহের মেসবাহ সাহেব প্রণীত মাদানি নেসাব।

মাদানি নেসাব কী ও কেন?

মাদানী নেসাব একটি যুগোপোযগী সাত বছর মেয়াদি আলিম কোর্স। আলিম হওয়ার জন্য পূর্বশর্ত হলো আরবি ভাষা জানা। আমরা জানি, কুরআন-হাদিসের সমস্ত কিছু আরবিতে। সুতরাং যে যত আরবি জানবে, তার ইলম অর্জন তত সহজ হবে। মাদানী নেসাবের বৈশিষ্ট্য এখানেই। এখানে স্বল্প সময়ে, সামান্য কিছু কিতাবের মাধ্যমে সবচেয়ে সহজতম পন্থায় আরবি শেখা যায়।

মাদানি নেসাব মূলত আধুনিক, মানসম্মত, যুগোপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ একটি আরবি-মিডিয়াম সিলেবাসের নাম। এটি উন্নত, সুশৃঙ্খল ও গবেষণামূলক একটি শিক্ষাপদ্ধতি। এ পদ্ধতিতে একজন শিক্ষার্থী খুব সহজে এবং অল্প সময়ে আরবি ভাষায় অসাধারণ দক্ষতা অর্জন করতে পারে। বলাবাহুল্য যে, কুরআন-হাদিস বুঝার জন্য সর্বপ্রথম আরবি ভাষায় দক্ষতা অর্জন করা অপরিহার্য। মাদানি নেসাব কখনোই শর্টকোর্স জাতীয় কিছু নয়।

বর্তমানে দ্বীনি ইলম অর্জনের পাশাপাশি নিজেকে যুগ-সচেতন ও আত্মবিশ্বাসীরূপে গড়ে তুলতে মাদানি নেসাব শিক্ষাপদ্ধতির বিকল্প নেই। সুতরাং মাদানি নেসাব সম্পর্কে আন্তরিক হোন, ভালোভাবে জানুন অতঃপর দৃঢ় মনোবল নিয়ে সিদ্ধান্ত নিন। ইনশাআল্লাহ সফল হবেন।

 'মাদানী নেসাব' এর লক্ষ্য, উদ্দেশ্য ও বৈশিষ্ট্যাবলি ধারণ করে তা আরও যুগোপযোগী করে উপস্থাপনের নিমিত্তে মাদানি নেসাব ও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার স্বনামধন্য ছাত্র মুফতি ছফিউল্লাহ কাসেমী সাহেবের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাদরাসা উমর রা. আল ইসলামিয়া ঢাকা।

আমাদের বিভাগসমূহ

১ম বর্ষ থেকে ৫ম বর্ষ (শরহে বেকায়া)

ইফতা বিভাগ ( ইসলামি আইনশাস্ত্র বিভাগ)

এক বছর মেয়াদী। বিশিষ্ট উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত। ইফতা বিভাগে লিখিত ও মৌখিক পরিক্ষা নেয়া হয়। প্রতি বছর সীমিতসংখ্যক ছাত্র ভর্তি নেওয়া হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৬ই শাওয়াল মাদরাসায় যোগাযোগ করতে হয়।

কিসমুল লুগাহ (নাহু সরফ ও আরবি ভাষা বিভাগ)

নাহবেমির থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত যে কোন জামাতে ছাত্রদের এবং আলিয়া সিলেবাসের দাখিল,আলিম ও ফাজিল স্তরের শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণে তামিরনের মাধ্যমে আরবির দুর্বলতা, নাহু-সরফের দুর্বলতা, ইবারত পড়া, বুঝা ও লেখার দুর্বলতা দূর করার জন্য এক বছর মেয়াদি অনন্য কিসমুল লুগাহ বিভাগ।

হিফজ

বাংলাদেশের প্রথিতযশা উস্তাযুল হুফফাজ শাইখ আব্দুল হক সাহেবের বিশেষ ছাত্র হাফেজ আব্দুল্লাহ সাহেব আমাদের হিফজ বিভাগের প্রধান। এটি আধুনিক ও মানসম্পন্ন হিফজ বিভাগ। স্বল্প সময়ে হিফজ সম্পন্নকরণের প্রচেষ্টা। অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পাঠদান। আন্তর্জাতিক ক্বারী হাফেজ ইমদাদুল্লাহ সাহেব নিয়মিত আমাদের হিফজ শাখায় মাশক করান। হিফজ বিভাগ ২৪ ঘন্টা সি.সি. ক্যামেরার আওতাধীন। নির্ধারিত ও সুপরিকল্পিত ২৪ ঘন্টা আবাসিক রুটিনের মাধ্যমে তত্ত্বাবধান। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানসম্মত খাবার। পাঠদানের পাশাপাশি আদব-আখলাক ও চরিত্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।

নুরানি-নাজেরা

তালিমুদ্দীন (বয়স্কদের দ্বীনি শিক্ষা)

*যাদের জন্য: সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত ও বয়স্ক মুরব্বিগণ। মেহনতি দিন মজুর ও সাধারণ শ্রমিকবৃন্দ। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। স্কুলগামী শিশু-কিশোর।

কিতাব বিভাগের বৈশিষ্ট্য

দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল (বাংলা, গণিত ও ইংরেজি) শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রথম বছরেই শুদ্ধভাবে আরবিতে লেখা, পড়া ও কথা বলার দক্ষতা অর্জনে সার্বিক সহযোগিতা করা হয়।

কাদিম নেসাবের প্রয়োজনীয় সকল কিতাবের পাঠ দেওয়া হয়।

লেখালেখি চর্চা এবং মানসিক বিকাশের জন্য নিয়মিত দেয়ালিকা ও দ্বি-মাসিক আরবি পত্রিকা 'আল-মিসবাহ' প্রকাশ করা হয়।

হাফেজদের জন্য সাপ্তাহিক শবিনার আয়োজন করা হয় এবং অ-হাফেজদের জন্য ২৯ ও ৩০ পারাদ্বয় মুখস্থের তাগিদ দেওয়া হয়।

'এসো আরবি শিখি' কিতাবের অভিনব রীতিতে ইংরেজি ভাষা শিক্ষা দান করা হয়।

সর্বোপরি শিক্ষার্থীদের ইলম, আমল, আখলাক ও আফকার উন্নতির জন্য বিশেষভাবে মেহনত করা হয়, আলহামদুলিল্লাহ।

আমরা সর্বদা চেষ্টা করি যেন একজন শিক্ষার্থী যুগ-সচেতন ও হক্কানি আলেমেদ্বীন হয়ে দেশ ও জাতির খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

শরহে বেকায়া জামাতে ভর্তি নেওয়া হয় এবং বেফাক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশেষভাবে মেহনত করা হয়।

হিফজ বিভাগের বৈশিষ্ট্য

হুফফাজের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষা দান ও নিয়মিত মাশক।

আন্তর্জাতিক ক্বারী ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মাসউদ আবদুল্লাহ সাহেব (উচ্চতর ডিগ্রী: ইলমুল ক্বিরাত, কুরআন অনুষদ, আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিসর)-এর তত্ত্বাবধানে হিফজ বিভাগ পরিচালিত।

অল্প সময়ে হিফজ সম্পন্ন করার জন্য বিশেষভাবে চেষ্টা করা হয়।

এক নজরে মাদরাসার বৈশিষ্ট্য

মাত্র এক বছরে আরবি ভাষায় বই পড়া, লেখা, অনর্গল কথা বলা ও বক্তৃতা প্রদানের যোগ্যতা তৈরি হয়। আলহামদুলিল্লাহ।

দেশ সেরা প্রতিষ্ঠানের একঝাঁক নবীন-প্রবিণ, মেধাবী, যুগ সচেতন গবেষক শিক্ষক মন্ডলীর মাধ্যমে পাঠদান।

অফুরন্ত আলো বাতাসে ভরপুর, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সুবিশাল ভবনে তালিবুল ইলমদের পড়াশোনা ও থাকার ব্যবস্থা।

হাফেজ ছাত্রদের কোরআন মাজীদ ইয়াদ রাখার বিশেষ ব্যবস্থা এবং অ-হাফেজদের কোরআন মাজিদের অংশ বাধ্যতামূলক মুখস্তকরণ।

কিসমুল লুগাহ বিভাগে নাহবেমীর-দাওরা জামাতের এবং দাখিল থেকে পরবর্তী যেকোন স্তরের যেকোন ছাত্র মাত্র এক বছর মেহনত করে আরবি ভাষার চার দক্ষতায় সর্বোচ্চ যোগ্যতা হাসিল করতে পারে। আলহামদুলিল্লাহ।

দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত আমাদের এক বছর মেয়াদি ইফতা বিভাগে সমসাময়িক মাসআলা ও ইসলামিক অর্থনীতির উপরে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

যেভাবে আসবেন 

যে কোন স্থান থেকে ফার্মগেট নেমে হলিক্রস স্কুলের সামনে থেকে রিকশা বা অটো দিয়ে শাহিনবাগ ৬ নং গলি, অথবা নাবিস্কো/মহাখালী থেকে রিকশযোগে ২৭২/২ নাখালপাড়া, রেলগেইট সংলগ্ন মাদরাসা উমর আল ইসলামিয়া,তেজগাঁও, ঢাকা ১২১৫।


Learn More About Us

MadrasaUmar R. Map Location